উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমআর নামাজ আদায়ের জন্য গিয়ে, মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন। ঢাকার রাস্তায় নামাজ আদায় করার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে আজ। মাথায় কালো ক্যাপ ও মুখে মাক্স পরা ওই লোকটি আতিফ আসলাম দাবি করে অনেকেই শেয়ার করছেন ছবিটি। এমন দৃশ্যের জন্য বাহবাও পাচ্ছেন পাকিস্তানি ওই গায়ক। আর আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকতে পারে, পনেরো মিনিট নামাজের জন্য তাদের সবকিছু ফেটে যায়। '
আতিফ আসলাম নামাজ পড়লেন ঢাকার রাস্তায়
Channel Padma 24
0
.jpeg)
একটি মন্তব্য পোস্ট করুন