আতিফ আসলাম নামাজ পড়লেন ঢাকার রাস্তায়


উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমআর নামাজ আদায়ের জন্য গিয়ে, মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন। ঢাকার রাস্তায় নামাজ আদায় করার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে আজ। মাথায় কালো ক্যাপ ও মুখে মাক্স পরা ওই লোকটি আতিফ আসলাম দাবি করে অনেকেই শেয়ার করছেন ছবিটি। এমন দৃশ্যের জন্য বাহবাও পাচ্ছেন পাকিস্তানি ওই গায়ক।  আর আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকতে পারে, পনেরো মিনিট নামাজের জন্য তাদের সবকিছু ফেটে যায়। '

Post a Comment

নবীনতর পূর্বতন